নারায়ণগঞ্জরাজনীতি

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৪ মার্চ) বিকালে নগরীর বরফকল এলাকায় সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি কাজিম উদ্দিন প্রধান।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার, বিআইডব্লিউটিসির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. জুয়েল প্রধান, জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মঈন মাহমুদ,সহ-সভাপতি সানজিদা খানম, নারায়ণগঞ্জ জেলা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মোজ্জামেল হক, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর সভাপতি হাফেজ মো. শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন সহ বিভিন্ন সংগঠন এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কাজিম উদ্দিন প্রধান বলেছেন, শ্রমিকরা কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে আর মালিকরা হয় লাভবান। কিন্তু সেই শ্রমিকরাই শেষ সময় হয় শোষিত।

আমরা যতদিন শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করতে না পারবো ততদিন আমরা এই  আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। এ সময়ে শ্রমিকদের অসুস্থকালিন ভাতা ২০ হাজার ও মৃত্যু কালিন ভাতা ১২ লাখ টাকা করার দাবি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close