নারায়ণগঞ্জ

আমরা নারায়ণগঞ্জবাসীর সম্মেলনে সভাপতি নুর উদ্দিন, সেক্রেটারী মন্টু

অরাজনৈতিক সংগঠন “আমরা নারায়ণগঞ্জবাসী”র ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২-২৫ শনিবার ১২ মার্চ সকাল ১০.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ সরকারি জেলা গ্রন্থাগার মিলনায়তনে সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, জনাব রুমন রেজা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নারায়ণগঞ্জ কলেজ ও জনাব শরিফ উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। প্রথমেই অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু করা হয়। সম্মেলনে সভায় সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের মাগফিরাত কামনা ও অসুস্থদের সুস্থ্যতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়।

সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু সংগঠনের সাংগঠনিক রিপোর্ট, বিভিন্ন কার্যক্রমের তার ত্রি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন। যাহা উপস্থিত নেতা কর্মীরা সর্বসম্মতিক্রমে সমর্থন করে অনুমোদন করেন। তিনি তার বক্তব্যে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সদস্যদের আগামীদিনের সংগ্রাম আন্দোলনে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানান।

দ্বিতীয় পর্যায়ে নির্বাচন পর্বে প্রধান নির্বাচন কমিশনার এড. বি.এম হোসেন ও নির্বাচন কমিশনার সায়েদুল ইসলাম শাকিল পরবর্তী ০৩ (তিন) বৎসর মেয়াদ তথা ২০২২-২০২৫ বর্ষের জন্য মৌখিক ভাবে বিভিন্ন পদে একক অথবা পূর্ণ প্যানেল আহ্বান করিলে জনাব আঃ কুদ্দুস আজাদ প্রস্তাবিত এবং কুতুবউদ্দিন আহম্মদ ও মাহমুদ হোসেন সমর্থিত ৭৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ উপস্থিত করেন। বিকল্প অন্য কোন প্রস্তাবনা না আসায় প্রধান নির্বাচন কমিশনার একটি মাত্র প্যানেলে পূর্নাঙ্গ নাম ও পদবী পাঠ করেন, অত:পর প্রধান অতিথি উপস্থিত সদস্যগণের নিকট এই প্যানেলের সমর্থনে প্রশ্ন করলে উপস্থিত প্রতিনিধিগণ সর্বসম্মতিক্রমে তাহা অনুমোদন করেন।

সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহম্মেদ তাঁর বক্তব্যে “আমরা নারায়ণগঞ্জবাসী”র সংগঠনের সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন নারায়ণগঞ্জে বিভিন্ন সমস্যা সমাধানে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন যে ভাবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছি, ভবিষ্যতেও সকলের সহযোগিতায় নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবী একটি পূর্নাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, একটি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা, একটি হার্ট সেন্টার, সাশ্রয়ী মূল্যে কিডনি রোগীদের জন্য একটি ডায়ালিসিস সেন্টার, নারায়ণগঞ্জ জেলাকে প্রথম শ্রেণীর জেলায় উন্নীত করে নাগরিক সুবিধা বৃদ্ধি নিশ্চিত করা, যানজট নিরসনে নারায়ণগঞ্জ রেল ষ্টেশন চাষাড়ায় স্থানান্তর করা, ১নং রেল গেইট থেকে চাষাড়া পর্যন্ত রেলপথকে সড়ক পথে রূপান্তর করা, নারায়ণগঞ্জ রেল ষ্টেশনের জমি তথাকথিত রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাষ্টের নামে লুটপাট বন্ধ করে হকারদের জন্য বহুতল হকার মার্কেট নির্মান ও জনকল্যাণে ব্যবহার করা, সড়ক ও ফুটপাত যানজট ও হকারমুক্ত করা, সোনাকান্দা ও হাজীগঞ্জ দূর্গকে সংস্কার করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, শীতলক্ষ্যা বুড়িগঙ্গা, ধলেশ^রী ও বালু নদীকে দূষনমুক্ত করার আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন তাদের জনকল্যাণমূলক কাজের মাধ্যমে ইতোমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি নব নির্বাচিত “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন এর কমিটিকে নারায়ণগঞ্জ এর সকল অনিয়ম ও অবিচার দূরীকরণে এলাকায় এলাকায় কমিটি গঠন করে সমাজকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে হবে। তিনি সংগঠনের কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন এবং “আমরা নারায়ণগঞ্জবাসী”র স্থায়ী কার্যালয় স্থাপিত করার জন্য জায়গা দিলে কার্যালয় নির্মান খরচ অনুদান হিসেবে প্রদান ঘোষনা দেন ও ভবিষ্যতে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পাশে থেকে সকল প্রকার সহযোগিতার আশ^াস প্রদান করেন।

বিশেষ অতিথি এড. মাহবুবুর রহমান মাসুম তার বক্তব্যে বলেন “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের দীর্ঘপথ চলায় অনেক অর্জন রয়েছে। যখন ২০১২-১৪ সনে আমরা তিতাস গ্যাসের শূন্যতা ছিল, তখন “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে ঢাকার তিতাস গ্যাস এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে পর পর কয়েকটি মিটিং করে নারায়ণগঞ্জে গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছি। এমনকি তিতাস গ্যাস কর্মীদের সাথে থেকে নিজ খরচে খাবার ব্যবস্থা করে সংস্কার কাজে সহযোগিতা করেছি। গত রাতে আমার বাড়িতে কে বা কাহারা বোমা পেতে রেখেছিল, আল্লাহ্ সহায় কোন ক্ষয় ক্ষতি হয়নি। আমি যতদিন বাঁচব অন্যায়ের বিরুদ্ধে বলব। আমি যদি অপঘাতে মৃত্যুবরন করি, তাহলে আপনাদেরকে আমার জানাযায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথি অধ্যক্ষ রুমন রেজা সংগঠনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন যে, এই সংগঠনটি গ্যাস এর আন্দোলনে অনেকটা সফলতা অর্জন করেছে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। বিশেষ করে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে প্রশাসনের উপর ও জনপ্রতিনিধিদের উপর চাপ প্রয়োগ নাগরিক সুবিধা আদায়ের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা সর্ব মহলেই প্রশংসিত হয়ে যাচ্ছে এবং এই সংগঠনের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। আমি এই সংগঠনের সার্বিক সফলতা কামনা করছি এবং ভবিষ্যতে জনদূর্ভোগ লাঘবে গৃহিত কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দিচ্ছি।
বিশেষ অতিথি জনাব শরীফ উদ্দিন সবুজ তার বক্তব্যে সমাজের অবহেলিত মানুষের কল্যাণ, নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে “আমরা নারায়ণগঞ্জবাসী”র দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন। বিশেষ করে করোনাকালীন সময়ে জনগণকে সচেতন করার জন্য যে সকল কর্মসূচি পালিত হয়েছে, তার জন্য সংগঠনকে সাধুবাদ জানান। তিনি সংগঠনের যে কোন কল্যাণমূলক কাজে ডাক আসলে পূর্ণ সহযোগিতার আশ^াস প্রদান করেন।

অত:পর সভায় সম্মেলন কমিটির আহ্বায়ক বদরুল হক সম্মেলনকে সফল করার জন্য কমিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। আগামী দিনগুলোতে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা দূরীভিত করার আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, মহিলা নেত্রী সাবেক কাউন্সিলর খোদেজা খানম নাসরিন, পপি রানী সরকার। সভায় মোট ১৬৩ জন সদস্য উপস্থিত থাকেন। তন্মধ্যে সভাপতি মন্ডলীর সদস্য আঃ কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ, রমজান উল রশিদ, হানিফুল কবির, আব্দুস সাত্তার ভুট্টু। সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, হাজী মোঃ রুহুল আমিন, মোঃ হোসেন কাজল, মাকিদ মোস্তাকিম শিপলু, মোঃ ফয়সাল, অহিদুজ্জামান জামান, ওয়াহিদ সাদাত বাবু, জহিরুল ইসলাম মিন্টু, আবুল হোসেন সরদার, আব্দুল কাইয়ুম আল আমিন, শহীদুল ইসলাম সুব্র, দেলোয়ার হোসেন দেলু, সাইফুল ইসলাম, উত্তম কুমার দাস পান্ডু, আনার মোঃ বকুল, গোলাম রসুল রফিক, আঃ রহমান লিটন, হাজী মোঃ মনির হোসেন, গোলাম মোস্তফা, মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান, শওকত আলী রোমান, খ.ম. সুলতান, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আরাফাত প্রমুখ নেতৃবৃন্দ।

পরিশেষে সভার সভাপতি আলহাজ¦ কুতুব উদ্দিন আকসির’কে সংগঠনের প্রধান উপদেষ্টা মনোনিত করে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম ঘোষনা করেন এবং উপস্থিত সাংবাদিক, শুভ্যার্থী, গোয়েন্দা সংস্থা সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক মধ্যাহ্নভোজের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close