নারায়ণগঞ্জ

মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজে পিঠা পুলি উৎসব 

নিজস্ব সংবাদদাতা: আনন্দ বিনোদনে জাঁকজমকপূর্ণ আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে পিঠা পুলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকালে মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজে এ পিঠা উৎসবের আয়োজন হয়।
মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মামুনুর রশীদ’র তত্ত্বাবধায়নে পিঠা পুলি উৎসবে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সাবেক সহকারী সচিব মিজানুর রহমান।
পিঠা পুলি উৎসবে মোট ১৪ টি স্টলে বাহারী পিঠার রেসিপি সাজিয়ে বসেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সেখান থেকে অতিথিদের বিচারে জুনিয়র ওয়ান তৃতীয়, এসএসসি পরীক্ষার্থী দ্বিতীয় ও দশম শ্রেণিকে প্রথম করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও শুভেচ্ছা উপহার সকলকে দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- মানব জমিনের সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম. এ. মান্নান ভূঁইয়া, মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মোঃ মজিবুর রহমান, আইলপাড়া পাঠানটুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা বেগম লাকী, স্থানীয় শিক্ষানুরাগী মোঃ হানিফ শেখ, পঞ্চায়েত নেতা মোঃ কামাল হোসেন, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার, মার্জিয়া মডেল স্কুলের প্রভাতী শাখার প্রধান শিক্ষিকা তাহমিনা ইয়াসমিন নায়না ও দিবা শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাকলী আহমেদ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close