আইন ও অধিকারফতুল্লা
ফতুল্লায় এক শিশুকে পিটিয়ে রক্তাক্ত জখম
ফতুল্লায় পিতা ও দুই পুত্রের বিরুদ্ধে জিহাদ নামে এক শিশুকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৬ মার্চ) বিকেলে ফতুল্লার নবীনগর এলাকায় এঘটনা ঘটে। আহত জিহাদকে (১২) উদ্ধার করে শহরের তিনশ শয্যা খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জিহাদ ফতুল্লার নবীনগর এলাকার আলমগীর হোসেন ও ময়না বেগমের ছোট ছেলে।
জিহাদ জানান, একই এলাকার মনু মিয়ার বাড়ির কাছে একটি বরই গাছের নিচে দাড়িয়ে ছিলাম। এসময় মনু মিয়া তার ছেলে সোহেল ও মিজান এসে আমাকে গাছের নিচ থেকে ধরে তাদের বাসায় টেনে হেচরে বাড়ির ভিতর নিয়ে যায়। এরপর তারা বাবা ছেলে তিনজন মিলে লাঠি দিয়ে বাম হাতে এলোপাথারী পিটিয়ে রক্তাক্ত করেছে।
একই সময় এলোপাথারী মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারতে থাকে। তখন চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জিহাদের মা ময়না বেগম বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। এটা কোন মানুষের আচরন নয়। আমি এঘটনায় আইনগত সহযোগীতা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। মামলা করবো।