আন্তর্জাতিকরাজনীতি

রুশ সংবাদের উৎস বন্ধ করব না : ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা স্টারলিংক ব্রডব্যান্ড সার্ভিসকে রাশিয়ান সংবাদের উৎসগুলোকে বন্ধ করে দেওয়ার অনুরোধ করেছেন। তবে স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা সাফ জানিয়ে দিয়েছেন, বন্দুকের নলের মুখে না পড়া পর্যন্ত তিনি এই কাজ করবেন না।

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের বিপক্ষে থাকলেও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক জানিয়েছেন, তিনি বাকস্বাধীনতায় বিশ্বাসী একজন মানুষ। তাই তিনি রাশিয়ার সংবাদের উৎসগুলো বন্ধ করবেন না। যতক্ষণ পর্যন্ত তার প্রতিষ্ঠান বন্দুকের নলের মুখে না পড়েন।

এদিকে পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রিত টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো রাশিয়া-নিয়ন্ত্রিত সংবাদ নেটওয়ার্ক আর টি ও স্পুটনিকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাপল, গুগল, মাইক্রোসফট, টুইটার, ইউটিউব ও মেটা।

রাশিয়ার সব সংবাদই প্রোপাগান্ডা- এক ইন্টারনেট ব্যবহারকারীর এমন মন্তব্যের জবাবে মাস্ক সাথে সাথে বলেন, ‘সব সংবাদের উৎসই আসলে আংশিক প্রোপাগান্ডা, কোনো কোনোটা আবার অন্যদের চেয়ে অনেক বেশি।’

শুক্রবার ইলন মাস্ক ইউক্রেনীয়দের স্টারলিংক স্যাটেলাইট সিস্টেম ব্যবহারে সতর্কতা অবলম্বন করার কথা বলেন। কারণ মাস্ক মনে করেন, যেহেতু স্টারলিংক একটি অ-রাশিয়ান স্যাটেলাইট ইন্টারনেট সেবা, তাই রাশিয়ানরা এটিকে টার্গেট করে এর পুরো সিস্টেম অকেজো করে দিতে পারে।

এদিকে পশ্চিমা বিশ্বের বিভিন্ন ফ্যাশন হাউজ রাশিয়ায় তাদের শো রুম বন্ধ করে দিয়েছে। স্প্যানিশ ফ্যাশন হাউজ ‘জারা’ রাশিয়ায় থাকা তাদের ৫০২টি শো রুম বন্ধ করে দিয়েছে। এছাড়াও পেপ্যাল, ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ায় তাদের সেবা বন্ধ করে দিয়েছে। মাইক্রোসফটও রাশিয়ায় তাদের পণ্য ও সেবা বিক্রি বন্ধ করে দিয়েছে। এর আগে একই সিদ্ধান্ত গ্রহণ করে অ্যাপল এবং ডেলসহ প্রধান প্রযুক্তি সংস্থাগুলো।

ফরাসি বিলাসবহুল খুচরা বিক্রেতা এলভিএমএইচ, হার্মিস, কেরিং এবং চ্যানেল বলেছে যে, তারা তাদের রাশিয়ান স্টোর বন্ধ করবে। ডেনিশ বিয়ার জায়ান্ট কার্লসবার্গ রাশিয়ায় তাদের রপ্তানি এবং বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে ফেসবুক, গুগল এবং ইউটিউব রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়াকে তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন সীমাবদ্ধ করার ব্যবস্থা নিয়েছে। সূত্র : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close