ফতুল্লা

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে এক যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

শাহজাহান রোলিং মিল এলাকায় কমলাপুর রেল ষ্টেশনের সামনে বুধবার (২রা মার্চ) রাত সা‌ড়ে ৮টার দি‌কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ডাবল রেললাইন নির্মাণ প্রজেক্টের ধীরগতির কাজের দিকে আঙ্গুল তোলা হয়েছে।

নিহত ওই যুব‌কের নাম মো. শিরু (২৬)। তার গ্রা‌মের বা‌ড়ি ময়মন‌সিংহ জেলায়। পেশায় গা‌র্মেন্ট শ্রমিক শিরু পেশাগত কার‌নে ফতুল্লার শাহজাহান রোলিং মিল এলাকার একটি মেসে ভাড়া থাকতো। ত‌বে, ভালো ফুটবল খেলোয়ার হিসেবে এলাকায় ভা‌লো সুপরিচিতি ছিল তার।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে আসা চাষাড়াগামী একটি ট্রেনে চাপা পরে মারা যায় সে।

মর্মা‌ন্তিক এ দুর্ঘটনার পর স্থানীয় এলাকার বাসিন্দা আলামিন কবির জানান, গত ১ মাসে তিনটি দূর্ঘটনার স্বাক্ষী শাহজাহান রোলিং মিলস রেললাইন এলাকাবাসী। ডাবল রেললাইন প্রজেক্টের জন্য বিগত কয়েক বছর যাবৎ রেললাইনের পার্শ্ববর্তী রাস্তায় পাথর ফেলে রাখা হয়েছে। কা‌জের কোন অগ্রগতি নেই। মানুষের চলাচলের রাস্তা না থাকায় বাধ‌্য হ‌য়ে রাস্তায় ফে‌লে রাখা পাথর অথবা রেললাইনের উপর দিয়ে শিল্প কারখানাবেষ্টিত এই এলাকার লক্ষ লক্ষ মানুষ জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে চলাচল করছে। যার ফ‌লে শাহজাহান রোলিং মিল এলাকায় এক মাসে ৩ টা ট্রেনে কাটা পড়ার ঘটনা ঘটলো। সামনে হয়তো আরও ঘটবে। আমরা এর স্থায়ী সমাধান চাই। এই পাথর স্থানান্তর করে এলাকাবাসীর চলাচল উপযোগী রাস্তা চাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close