জাতীয়সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে নানান কর্মসূচিতে জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:: “প্রধানমন্ত্রী’র অঙ্গীকার, বীমা হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারও নানান কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১লা মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক আনন্দ র‌্যালির পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সন্ধ্যানী লাইফ ইন্স্যুইরেন্স কোম্পানী এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ কামরুজ্জামান মহসিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন।

 

আর উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেঘনা লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ এর ডিভিশনাল কো-অর্ডিনেটর প্রদীপ দেবনাথ, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স জোন প্রধান মোঃ আন্নাছ মিয়া, পদ্মা লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ শ্রীমঙ্গল অফিস ইনচার্জ ও জি.এম মো সাবজুল আলম, চার্টার্ড লাইফ ইন্স্যুইরেন্স কোম্পানি লিমিটেড শ্রীমঙ্গল অফিস ইনচার্জ, আমিনুর রশিদ রুমান, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ এর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর এন্ড ইনচার্জ জমসেদ আহমেদ, জেনিথ লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ এর শ্রীমঙ্গল অফিস ইনচার্জ মো. মনির মিয়া, প্রগতি লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ আই.পি.এর শ্রীমঙ্গল অফিস ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন প্রমূখ। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন বলেন, জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্যে স্থানীয় বীমা প্রতিনিধিদের উদ্দ্যেশে প্রয়োজনীয় নানা দিক তুলে ধরে নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তা মিনাল কান্তি দাস, মোহনা টেলিভিশন শ্রীমঙ্গল প্রতিনিধিঃ স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল ও শ্রীমঙ্গল সকল বীমা কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ। । প্রসঙ্গত বাংলাদেশে ১৯৭৩ সালে সাধারণ বীমা ও জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে বীমা খাতের শুরু হলেও ২০২০ সালের ১লা মার্চ প্রথমবারের মত জাতীয় বীমা দিবস হিসেবে দিনটি পালন করা হচ্ছে। ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতি বছর জাতীয় বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছেন। বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে স্থানান্তর করা। দেশের পৌনে দুই কোটি মানুষ বিভিন্ন ধরনের বীমার আওতায় রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close