নারায়ণগঞ্জ
পরিসংখ্যান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৬ আগস্ট ৪ টি সংস্থাকে একত্রিত করে প্রতিষ্ঠিত করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সময়ানুগ, বস্তুনিষ্ঠ ও ব্যবহার বান্ধব উপাত্ত প্রদানের লক্ষে বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করার ভিশন নিয়ে বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ৮ টি উইং, ৮ টি বিভাগীয় কার্যালয়সহ জেলা, উপজেলা ও থানা পরিসংখ্যান অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নেতৃত্বে দেশে একটি সমন্বিত, পেশাদার ও দক্ষ পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী উপাত্ত সরবরাহ করে যাচ্ছে। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারী তারিখে মহান জাতীয় সংসদে পরিসংখ্যান আইন, ২০১৩ পাশ হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি পরিসংখ্যান ব্যবস্থায় জাতীয় পরিসংখ্যান সংস্থা(NSO) হিসেবে ক্ষমতা প্রাপ্ত হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নির্দেশনা মোতাবেক জেলা পরিসংখ্যান অফিস, নারায়ণগঞ্জ বিভিন্ন শুমারি ও জরিপের মাধ্যমে আর্থ-সামাজিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে অত্র জেলার পারিসংখ্যানিক প্রতিনিধিত্ব করে আসছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারী) কোভিড-১৯ মহামারীর কারনে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অন্যান্য জেলার ন্যায় নারায়ণগঞ্জ জেলায় জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ পালিত হয়।
এ দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদুল ইসলাম ও অত্র জেলার জেলা পরিসংখ্যান অফিসের সম্মানিত উপ-পরিচালক মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। এসময় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণসহ অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন।