Uncategorized

রূপগঞ্জে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে রোববার দুপুর ২টায় রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কো: লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ জানান, ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে চারটি স্পটে আট কিলোমিটার এলাকা জুড়ে ছয় হাজার অবৈধ আবাসিক সংযোগ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নির্ধারিত দুইদিন ব্যাপি অভিযানের প্রথমদিন রবিবার দুইটি গ্রামে চার কিলোমিটার বিস্তৃত তিন হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া একটি খাবার হোটেল মালিককে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

তিনি আরো জানান, চিহ্নিত করা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে আগামীকাল সোমবারও অভিযান চলবে। পাশাপাশি সকল অবৈধ সংযোগ বিচ্ছিন না করা পর্যন্ত তিতাসের এই অভিযান অব্যাহত থাকবে। তাই ঝুঁকিপূর্ণ অবৈধ সংযোগ ব্যবহার না করে বৈধভাবে গ্যস ব্যবহার করে সরকারকে সহযোগিতা করতে এলাকাবাসির প্রতি আহবান জানান তিনি।

অভিযানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলমসহ অন্যান্য

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close