সিলেট বিভাগস্বাস্থ্য বার্তা

‘দেশব্যাপী এক কোটি টিকাদান কর্মসূচি’ বাস্তবায়নে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত “২৬ ফেব্রুয়ারী শনিবার একদিনে এক কোটি দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি” বাস্তবায়ন ও টিকা গ্রহণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসক অফিস চত্তর থেকে বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারী) সকাল ১১.৩০ ঘটিকায় এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ। আর এ বিষয়ে জানতে চাইলে র‌্যালীর আয়োজক মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান জানান, গণটিকা কার্যক্রমে ১৮ বছর ও তদুর্ধে যেকোনো নাগরিক রেজিস্ট্রেশন ছাড়াই শুধু মোবাইল নম্বর দিয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close