নারায়ণগঞ্জস্বাস্থ্য বার্তা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিনিধি দলের সভা

স্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম আরও জোরালো করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল।


রবিবার (২০ ফেব্রুয়ারি)  দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন নগর ভবনের অস্থায়ী মেয়র কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরার নেতৃত্বে টানা তিনবার মেয়র নির্বাচিত হওয়ায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) আবুল আমিন, ৩০০ শয্যা হাসপাতালের সুপার আবুল বাশার, নারায়ণগঞ্জ সিভিল সার্জন মশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোস্তফা আলী, ইউনিসেফ প্রতিনিধি ডা. ফারহানা, সেভ দ্য চিলড্রেনের কনসালটেন্ট ডা. নিজাম আলী প্রমুখ।

মতবিনিময় শেষে মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের বলেন, ‘অনেক দিন ধরে আমরা ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যার জন্য সব জায়গায় যাচ্ছি। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের গণ প্রচারণা চলছে। সেই ক্যাম্পেইনটা জোরদার করার জন্য নারায়ণগঞ্জের পরিকল্পনাটা দেখা, সবার সাথে আলোচনা করা। মেয়র মহোদয়ের সাথেও আমরা আলোচনা করেছি। কোন জায়গাগুলো চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close