সাহিত্যসিলেট বিভাগ
সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ শাখার আয়োজনে উপজেলা শাখার নতুন কমিটির আড়ম্বরপূর্ণ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ ফেব্রুয়ারি দুপুর ২ টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন
দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি ও সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা প্রনীত রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সুহৃদরা। নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্বের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া।
সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী জয়নাল আবেদীন। সুহৃদ সমাবেশের সহ-সভাপতি প্রভাষক রাবেয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, সমাজ সেবক সমরজিত্ সিংহ, সুহৃদ সমাবেশের নির্বাহী সদস্য শাব্বির এলাহী প্রমুখ। বক্তব্য রাখেন
সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক
মোনায়েম খান, কবি জয়নাল আবেদীন।
স্বাগত বক্তব্য রাখেন, সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ শাখার সদস্য সাংবাদিক নির্মল এস পলাশ।