নারায়ণগঞ্জরাজনীতি

রূপগঞ্জে দাউদপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

একচ্ছত্র আধিপত্য রোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন ওই ইউনিয়ন পরিষদের মেম্বার ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, দাউদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার শিরিনা বেগম, নাসরিন বেগম, মেম্বার হাছিবুর রহমান, জাকির হোসেন, সফিকুর রহমান, আনোয়ার হোসেন স্বপন, আজিজুল মালুমসহ এলাকাবাসীর পক্ষে আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ মাস পুর্বে দাউদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর থেকেই চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার একচ্ছত্র আধিপত্য চালিয়ে আসছেন। নির্বাচিত মেম্বারদের কোন প্রকার মুল্যায়ন করছেন না। সরকারী উন্নয়ন মুলক কাজ গুলো মেম্বারদের সঙ্গে সমন্বয় না করে নিজের লোকজন দিয়ে কাজ করাচ্ছে। জনগনের চাহিদা অনুযায়ী তেমন কোন কাজই মেম্বাররা করতে পারছেনা। এছাড়া পরিষদে মেম্বারদের বসার তেমন কোন চেয়ারও নেই। মেম্বারদের চেয়ারে চেয়ারম্যানের নিয়োজিত লোকজনকে বসিয়ে রাখে। জমির মালিকের ওয়ারিশগণ ওয়ারিশ সনদ নিতে গেলেও তোপের মুখে পড়তে হচ্ছে। এসব ব্যপারে প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান মেম্বারদের গালিগালাজ করে। ইতিমধ্যে এসব অভিযোগের বিষয় গুলো সংশ্লিষ্ট মন্ত্রনালয়, বস্ত্র ও পাট মন্ত্রী, জেলা প্রশাসক, ইউএনওসহ বিভিন্ন দফতরে অভিযোগ দেয়া হয়েছে।

এ বিষয়ে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার বলেন, আমার বিরুদ্ধে মেম্বারদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আজ থেকে গত ৭/৮ মাস যাবৎ ৭ মেম্বার পরিষদে আসেনা। হাজিরা খাতায়ও তাদের স্বাক্ষর নেই। তাদেরকে ইউপি সচিবকে দিয়ে নোটিস পাঠানো হয়েছে ও মোবাইলে মেসেজ করা হয়েছে তারপরও তারা না এসে সচিবকে গালিগালাজ করে। গত অর্থবছরে মেম্বাররা কাজ নিয়ে কাজের টাকাও উঠিয়ে নিয়েছে। পরিষদে এসে আলোচনায় বসে দাবি দাওয়া বা অভিযোগ না বলে মানববন্ধন করলেতো সমাধান হবেনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close