জাতীয়ঢাকানারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

শপথ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন  নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে বিজয়ী মেয়র ডা. সেলিনা হায়াত আইভী শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনে মেয়র আইভীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাদির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

এরআগে বুধবার সকাল ১০টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয়বারের মতো মেয়র হিসেবে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

­উল্লেখ্য, গত ১৬ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে ৬৬ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের তৈমূর আলম খন্দকারকে পরাজিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close