নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

যারা ইমানদারির সাথে বেইমানি করেছে, তাদের থেকে সাবধান: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসাদ শামীম ওসমান বলেছেন, যারা ইমানদারির সঙ্গে বেঈমানি করেছে তাদের থেকে সাবধান থাকতে হবে। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা প্যানেল দেবে এটাই স্বাভাবিক। কিন্তু নিজেদের ভেতরে যারা বিভেদ সৃষ্টি করতে চাইছে তারা চেষ্টা করবে বিভেদ তৈরি করার। এটা যেন কোন অবস্থাতেই না হয়। আপনারা এই জায়গাটায় খেয়াল রাখবেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, এই প্রথম বারের নির্বাচনে আওয়ামী লীগের প্যানেলকে হারানোর জন্য একটা পাল্টা প্যানেল দিয়েছে। ওই শক্তিটা এখন চেষ্টা করবে যে শক্তিটা বিপুল ভোটে জয়লাভ করেছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য।

তিনি আরও বলেন, অতীতে আমাদের অনেক কষ্ট হয়েছে জিততে। এবার আমরা আশার তুলনায় অনেক ভাল ফলাফল করেছি। আগের প্যানেল ভাল কাজ করেছে বলেই আমরা রেজাল্ট পেয়েছি।

শামীম ওসমান বলেন, নবনির্বাচিতদের প্রতি অনুরোধ কোনো সিদ্ধান্ত যেন এমন না হয় যে এটা আমাদের কমিটি আমরাই সিদ্ধান্ত নেব। যারা নির্বাচন পরিচালনা করেছেন এবং ভবিষ্যতে পরিচালনা করবেন সব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই প্রোগ্রাম দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক রবিউল আমীন রবিসহ নবনির্বাচিতরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close