আইন ও অধিকারনারায়ণগঞ্জফতুল্লা

ফতুল্লায় নেশার টাকা না পেয়ে বাবা-মাসহ ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লার লালখাঁ এলাকায় মাদকের টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে সুজন তার বৃদ্ধ বাবা-মা বড় ভাই, বোনসহ ৫ জনকে ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে । আহতরা হলো- সুজনের বাবা মোঃ বারেক শেখ (৭০), মা রহিমা বেগম (৬০), বড় ভাই মোঃ আলমগীর হোসেন (৩৫), বড় বোন কাকুলী বেগম (৩০) এবং ছোট বোন জুলিয়া আক্তার (২০) ।

এ ঘটনায় শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানায় সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে জান্নাতুল বেগম (২৭)।

এ অভিযোগের তথ্যমতে, ফতুল্লার লালখাঁ এলাকার বৃদ্ধ বারেক শেখের ছোট ছেলে সুজন ওই এলাকার বখাটে ছেলেদের সাথে চলাফেরা করে মাদক সেবনে লিপ্ত হয়। একপর্যায়ে সে মাদকের টাকার জন্য ঘরের বিভিন্ন প্রকারের জিনিসপত্র চুরি করে বিক্রি করে আসছে। সুজন যখন তখন বৃদ্ধা মায়ের কাছে নেশা সেবনের টাকা পয়সার জন্য মর্জি করে । তার দাবীকৃত টাকা না পেলে মা বাবা ও বড় ভাই বোনকে গালিগালাজ ভয়ভীতি প্রদর্শর করে। এমনকি মারপিটও করে। গত ৪ ফেব্রুয়ারী রাত ৮টায় সুজন তার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে মাকে ও বাবাকে বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় বড় ভাই আলমগীর বোন কাকলী, জুলিয়া বাধাঁ প্রদান করলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এই ঘটনায় আলমগীরের স্ত্রী জান্নাতুল বেগম বাদী হয়ে শনিবার ফতুল্লা মডেল থানায় সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান অভিযুক্ত সুজন একজন  মাদকাসক্ত। তাকে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close