নারায়ণগঞ্জরাজনীতি

বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন এর নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার আলী আহাম্মদ পৌর মিলনায়তনের হল রুমে অনুষ্ঠিত বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন এর নারায়ণগঞ্জ জেলা কমিটির পূণর্গঠন ও সম্মেলন অনুষ্ঠানে এই নতুন কমিটির ঘোষণা করা হয়। এসময় বয়লার পরিচারক এর প্রথম শ্রেণিতে উত্তীর্ণদের সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমন বয়লার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এমডি নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, পপুলার ডায়াগনস্টিক সেন্টার নারায়ণগঞ্জ এর সিএসও সেলিম উদ্দিন, বয়লার পরিচারক এসোসিয়েশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নুর ইসলাম, গিয়াস উদ্দিন করিম, নিজাম উদ্দিন এবং এসোসিয়েশনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন কোম্পানীর বয়লার পরিচারকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বয়লার পরিচালনা একটি অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা। সেই হিসেবে তাদের জন্য প্রয়োজনীয় কোন নীতিমালা নেই। অপারেটরদের জন্য সম্মানজনক ন্যুনতম মজুরিসহ দুর্ঘটনার শিকার হওয়া শ্রমিকদের প্রয়োজনীয় এবং সম্মানজনক অর্থ সহায়তার কোন বিধান করা হয়নি। তাদের ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি করা হচ্ছে। এই পদে যারা পুরানো এবং দীর্ঘদিন ধরে সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন তারা তো আজীবন সহকারী হিসেবে চাকুরী করার জন্য এই পদে আসেননি। তাদের তো একটা সুযোগ করে দিতে হবে। এ সময় বক্তারা ১৯৫৩ সালের বয়লার শ্রমিকের নীতিমালা পরিবর্তনের বিরোধিতা করেন। এ সময় জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা বলেন, কোন প্রতিষ্ঠানে এই পেশার লোকদের ন্যায় সঙ্গত প্রতিবাদ করারও সুযোগ থাকে না। কারণ একটি প্রতিষ্ঠানে এই পেশার পদ থাকে সীমিত। সাধারণত এক, দুই কিংবা তিনজনের চাকুরীর সুযোগ থাকে। তাই সেখানে কোন ইউনিটির সুযোগ থাকে না। ফলে তাদের নির্যাতিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এ ধরণের সংগঠন তৈরি করে সংঘবদ্ধ হতে পারলে তাদের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব হবে। বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম বলেন, এখানে যারা প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তাদের অবদানের কারণেই আজ এই সংগঠনটি দাঁড়াতে পেরেছে। এই সংগঠন সরকার বা কোন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আন্দোলন নয় উল্লেখ করে তিনি বলেন, বয়লার পরিচারক হিসেবে যারা বর্তমানে ৮ম শ্রেণি পাশ আছে তাদেরকে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির পদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হোক। শিক্ষাগত যোগ্যতা এসএসসি’র নতুন এই গ্যাজেটটি পাস করার জন্য ন্যুনতম পাঁচ বছরের সময় দিতে হবে বলে তিনি দাবী করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close