জাতীয়নারায়ণগঞ্জরাজনীতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ ৯ ফেব্রুয়ারি

আগামী ৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ হবে। অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইসরাত মাহমুদা স্বাক্ষরিত এক পত্রে বুধবার (২ ফেব্রুয়ারি) এ আদেশ পাওয়া যায়।

এই আদেশের অনুলিপি পাঠানো হয় আরও ১৭ দপ্তরে।

আদেশে বলা হয়, গণবভবন এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় শপথ অনুষ্ঠানটি হবে।

সেদিন তৃতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ নিবেন সেলিনা হায়াৎ আইভী।

এছাড়াও ২৭ ওয়ার্ডের ২৭ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত নারী কাউন্সিলরকে শপথ পাঠ করানো হবে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তৈমূর আলম খন্দকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close