জাতীয়নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

দেশের মানুষ একটি সুন্দর নির্বাচন দেখবে আশা করি- মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে খেলাফত মজলিসের মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন ভোট দিয়েছেন। সকাল ৯টায় মাসদাইরের নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তিনি।

তিনি বলেন, এখনও সার্বিকভাবে কিছু বলা যাচ্ছে না। ভালো লাগছে দেশের মানুষ একটি সুন্দর নির্বাচন দেখবে আশা করি।

 

রোববার (১৬ জানুয়ারি) মাসদাইরের নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করার সময়  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা কথা বলেন।

 

তিনি আরও বলেন, ভোটারদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা রয়েছে। সিসিটিভি নামিয়ে ফেলার ঘটনায়ও ভোটাররা শঙ্কায় আছেন। আমরা আশা করবো নারায়ণগঞ্জের মানুষ যেন একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন পায়।

খেলাফত মজলিশ প্রার্থী এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), মো. কামরুল ইসলাম-স্বতন্ত্র (ঘোড়া), মো. জসীম উদ্দিন-বাংলাদেশ খেলাফত আন্দোলন (বট গাছ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন-ইসি সচিবালয়ের তথ্যানুযায়ী, এবার পুরো সিটিতে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। শনিবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএমসহ নির্বাচনী মালামাল। নির্বাচনে ভোট দেবেন সোয়া ৫ লাখ ভোটার। মেয়র পদে সাতজন; সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ ও কাউন্সিলর পদে ১৪৮ জন প্রার্থী রয়েছেন এ নির্বাচনে।

এ সিটিতে ভোট কেন্দ্র রয়েছে ১৯২টি, ভোটকক্ষ ১ হাজার ৩৩৩টি, ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ৫১১।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close