জাতীয়নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি:নারায়ণগঞ্জ এসপি জায়েদুল আলম

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। আমরা বলেছিলান সরব অবস্থানে থেকে ভোটগ্রহণ সম্পন্ন করব।

 

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় আদর্শ স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, সকাল থেকে আমরা কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। এ পর্যন্ত প্রতিটি কেন্দ্রে মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। আমি ও ডিসি সাহেব একসঙ্গে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। সবাই বাধাহীনভাবে কাজ করছেন।

 

তিনি আরও বলেন, আশা করি নির্বিঘ্নে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট হবে। ভোটে সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই।

পরিশেষে তিনি বলেন, এ পর্যন্ত সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছে। মানুষ সামাজিক দূরত্ব মেনে ভোট দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close