জাতীয়নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

বিদায়বেলা একটি ভালো নির্বাচন দেখতে চাই : ইসি মাহবুব তালুকদার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, এটি আমার চেয়ে সাংবাদিকরা ভালো জানেন। আমি তো একদিন এসেছি, গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে এটা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা (মিডিয়া) জানান।

 

ভোট শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো যাচ্ছে না। এ ব্যাপারে বলা যাবে ভোটের সময় পার হাওয়ার পর। ভোট যত বেশি কাস্ট হবে আমি তত খুশি। আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি আজ এখানে এসেছি। আমি এখন যদি কিছু বলি সেটা খণ্ডচিত্র হবে।

রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে নাসিক নির্বাচনে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’ কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় প্রার্থীদের এজেন্টদের কাছে মাহবুব তালুকদার তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না এ বিষয়ে বলেন, ইভিএমসহ ভোটের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান।

 

পরে প্রিসাইডিং অফিসারের কাছেও ইভিএমে সমস্যা আছে কি না, কারো কোনো অভিযোগ আছে কি না এবং ভোট কেমন হচ্ছে, এসব বিষয়ে জানতে চান এ নির্বাচন কমিশনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close