জাতীয়নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

পুলিশের কারণে সিটি নির্বাচনে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার অভিযোগ করে বলেছেন, পুলিশের কার্যক্রমের কারণে নারায়ণগঞ্জ সিটি  কর্পোরেশন নির্বাচনে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে জনগণ ভীত না। আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় শহরের ১১নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় নেমে সাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আন্তর্জাতিক দূতাবাসের যারা আছেন, পাশাপাশি মানবাধিকারকর্মী যারা আছেন তাদের সকলকে বলবো আমার নির্বাচন পর্যবেক্ষণ করতে। কেন আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে ?

তিনি বলেন, ‘আমার দলের নেতাকর্মীরা তো নৌকায় ভোট দেবে না। সরকারি দলের নেতাকর্মীদের কমিটি ভেঙে দিচ্ছে। কারণ তারা নৌকার পক্ষে কাজ করছে না’।

তিনি আরও বলেন, কাউকে ধমক দিয়ে, গালি দিয়ে তো কাজ করানো যায় না। নারায়ণগঞ্জের জনগণের কাছে মেসেজটা ক্লিয়ার যে সরকারি দলের মাঝে বিরাট ফাটল। ঢাকা থেকে মেহমানরা এসেও এই ফাটল মেটাতে পারেনি। হাতি এখন জনগণের মার্কা। হাতির মাধ্যমেই পরিবর্তন আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close