জাতীয়নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

নারায়ণগঞ্জ সিটিতে আইভীর বিকল্প নেই : যুবলীগের কেন্দ্রীয় সভাপতি পরশ

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভী। নৌকা হল মানবতার প্রতীক, উন্নয়নের প্রতীক।

তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার বিজয় যেমন বিকল্প নাই, তেমনি সেলিনা হায়াৎ আইভীর কোন বিকল্প নাই। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, সততা, উন্নয়ণ ও ব্যক্তিগত ভাবমুর্তি আইভীর বড় শক্তি। এজন্যই তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে।

শনিবার (৮ জানুয়ারী) বিকেল পাঁচটায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আইভীর নৌকার পক্ষে গণসংযোগ শেষে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি শাহদাত হোসেন ভূঁইয়া সাজনুর সভাপতিত্বে এ পথসভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলসহ কেন্ত্রীয় ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেখ ফজলে শামস্ পরশ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের উন্নয়নমূলক কাজ করছেন। নারীদের উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধিসহ উন্নয়নের বাস্তবতা দেখে বিচার বিশ্লেষন করে ভোট দিতে হবে।  বিগত সময়ে বিশ্বস্তার সঙ্গে আইভী দায়িত্ব পালন করেছেন।

নারায়ণগঞ্জ সিটিতে আইভীর বিকল্প নাই। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আইভীর নৌকাকে বিজয়ী করতে হবে।

কেন্দ্রীয় যুবলীগ নেতাদের আগমনে সিদ্ধিরগঞ্জ যুবলীগে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী গণসংযোগে যোগদেয়। নৌকার জন্য ভোট চাইতে মাঠে নামেন যুবলীগ নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close