নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

তৈমূরের হাতি মার্কার পক্ষে আইনজীবীদের গণসংযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের হাতি মার্কার পক্ষে নগরীতে প্রচারণা চালিয়েছে আইনজীবীরা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া জিয়া হলের সামনে থেকে শুরু করে পুরো বঙ্গবন্ধু সড়কে এ প্রচারণা চালান তারা। এতে নগরীর সড়কের আশেপাশে থাকা মানুষ, হকারসহ সকলে হাতির পক্ষে তাদের সাথে যুক্ত হয়ে স্লোগান দেন।

সড়কের পাশে থাকা হকাররা মিছিল আসতে দেখেই শুরু করেন, “আমাদের মার্কা, গরীবের মার্কা হাতি মার্কা এসেছে, এবার আমরা যেকোন উপায়ে তৈমূর ভাইকেই জেতাবো।”

গনসংযোগে তৈমূরের মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার, মেয়ে জামাতা ব্যারিস্টার মনোয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া, অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার, অ্যাডভোকেট শামসুজ্জামান খোকা, অ্যাডভোকেট মোসাম্মৎ নাজনীন সুলতানা, অ্যাডভোকেট সীমা সিদ্দিকী, অ্যাডভোকেট মো আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট আজিজুল মামুন, অ্যাডভোকেট মো মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, অ্যাডভোকেট গোলাম হোসেন, অ্যাডভোকেট আব্দুল গাফফার, অ্যাডভোকেট শহীদ সারোয়ার, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, অ্যাডভোকেট রসেল সিরাজী, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম রিপন, অ্যাডভোকেট মাসুম, অ্যাডভোকেট এস এম গালিব, অ্যাডভোকেট আজম মিয়া, অ্যাডভোকেট মাহবুব আলম, অ্যাডভোকেট আলী হোসেন, অ্যাডভোকেট মোস্তাক মিয়া, অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট লিটন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অ্যাডভোকেট মোসাম্মৎ মিনা আক্তার, অ্যাডভোকেট শারমিন আক্তার রেখা, অ্যাডভোকেট আলম খান, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আলম খান, অ্যাডভোকেট সুমন মিয়াসহ অর্ধশতাধিক আইনজীবীরা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close