নারায়ণগঞ্জনির্বাচনী হালচাল

নাসিক ৭নং ওয়ার্ডে কদমতলী নয়াপাড়া ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা নির্বাচন অফিসার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া ভোট কেন্দ্র (হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল) পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ মতিয়ুর রহমান। শনিবার সকাল সাড়ে ১১টায় ভোট কেন্দ্রটি পরিদর্শনে আসেন জেলা নির্বাচন অফিসার।

এসময় নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তানজিব কবির সজিব (সজু), সালাউদ্দিন সানি,  সানোয়ার হোসেন সানি, মো. মেহেদী হাসান বিপ্লব, আলাউদ্দিন ভূইয়া, নবাব আলী, মো. সহ এলাকার অসংখ্য ভোটার উপস্থিত হন। উপস্থিত প্রার্থীদের সকলেই ভোট কেন্দ্রের পক্ষে সমর্থন জানান এবং আগত ভোটাররা তাদের ভোট প্রদানের সুবিদার্থে কেন্দ্রটি বাতিল না করার সুপারিশ জানান নির্বাচন অফিসারকে।

নারী-পুরুষ মিলিয়ে এই ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় মোট ভোট সংখ্যা ১ হাজার ৯’শ ৫৩ জন। স্থানীয় ভোটাররা জানান, পূর্বের সকল নির্বাচনে কদমতলী এমডব্লিও স্কুলে ভোট কেন্দ্র হওয়ায় প্রায় দেড় কিলোমিটার দুরুত্বের কারণে অধিকাংশ ভোটারই ভোট দিতে যায়নি।

ডিএনডি প্রকল্পের কাজ চলমান থাকায় নয়াপাড়া থেকে কদমতলী যাওয়ার পথে আদমজী কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন রাস্তাটি বন্ধ থাকায় যাতায়াতে সমস্যায় পড়তে হবে ভোটারদের। তাছাড়া এত দূরে গিয়ে ভোট দেওয়া ভোটারদের জন্য কষ্টসাধ্য। বিশেষ করে বয়স্কদের জন্য প্রায় অসম্ভব।

এক্ষেত্রে নয়াপাড়া এলাকায় ভোট কেন্দ্র থাকলে সহজেই সব ভোটাররা অনায়াসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। দক্ষিন কদমতলী-গোদনাইল নয়াপাড়া মসজিদের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান বলেন, আমাদের মত অনেক বয়স্ক মানুষই এই এলাকায় ভোটার আছে।

তাদের পক্ষে এত দূরে গিয়ে ভোট দেওয়া খুবই কষ্টসাধ্য। তাছাড়া যাতায়াতের অসুবিধার কারণে কদমতলী যেতে অন্য রাস্তায় ঘুরে যেতে সময় বেশি লাগে। এক্ষেত্রে আমাদের নয়াপাড়া এলাকায় ভোট কেন্দ্র খুবই জরুরী। এলাকায় ভোটার সংখ্যাও অনেক বেড়েছে। দূরে গিয়ে লাইনে দাড়িয়ে ভোট দেওয়া অস্বস্তিকর।

উল্লেখ্য, নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তানজিম কবির সজিব (সজু), মো. মিজানুর রহমান খান রিপন, মো. সবুজ শেখ, মো. মহসীন শেখ, মো. মেহেদী হাসান, সানোয়ার হোসেন সানি এবং মো. আয়নাল হক কেন্দ্রটি নানা কারণ দেখিয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর কেন্দ্রটি বাতিলের জন্য লিখিত আবেদন করেন।

সেই আবেদনের প্রেক্ষিতে শনিবার কেন্দ্রটি পরিদর্শন করতে আসেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ মতিয়ুর রহমান। এসময় তিনি বিভিন্ন এলাকা থেকে আগত ভোটার ও প্রার্থীদের সাথে কথা বলেন। পরে শতাধিক ভোটার ভোট কেন্দ্রের পক্ষে গণস্বাক্ষর প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close