নারায়ণগঞ্জনির্বাচনী হালচালফতুল্লারাজনীতি

ফতুল্লা ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী অধ্যক্ষ বাহাউদ্দিনের বিশাল শোডাউনে

আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ওয়ার্ড মেম্বার পদ অধ্যক্ষ বাহাউদ্দীনের বিশাল শোডাউনে হাজার হাজার লোক সমাগম দেখাগেছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকালে এ সোডাউনের আয়োজন করা হয়।

শোডাউনে জয়ের লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এদিকে দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা তাদের প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও নির্বাচনী জয়ের লক্ষ্য নিয়ে রাতের ঘুম হারাম করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানান রকমের প্রতিশ্রুতি।

পুরো এলাকা জুড়ে প্রার্থীরা ব্যানার ফেস্টুন দিয়ে সাজিয়ে তুলেছেন। প্রতিটি পাড়া মহল্লার অলিগলিতে পোস্টারে সয়লাব। প্রতিদিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত চলছে সভা সমাবেশ মিছিল মিটিং। এবার নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বীতা করবেন।

এছাড়াও সাধারণ সদস্য (মেম্বার) পদে অধ্যক্ষ বাহাউদ্দীন সহ ৯৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর ইভিএমে অনুষ্ঠিত হবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন। সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ৩ দশমিক ৬১ বর্গমাইল আয়তনের ১০ টি মৌজায় ১১ টি গ্রাম নিয়ে ফতুল্লা ইউনিয়নের লোক সংখ্যা ১ লাখ ১৭ হাজার  ৮৩৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close