নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

নাসিক নির্বাচনে মেয়র পদে তৈমুর আলমের মনোনয়ন পত্র জমা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছে বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা নির্বাচন অফিসে গিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল, বিএনপি নেতা হাজী নুরুদ্দিন, বিএনপির সিনিয়র নেতা জামাল উদ্দিন কালু, মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর সবুর খাট সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, আব্দুল হামিদ খান ভাসানী, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গত: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামাল মনোনয়ন পত্র সংগ্রহ করলেও তারা জমা দেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close