নারায়ণগঞ্জনির্বাচনী হালচালবন্দরসিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদ ছাড়লেন আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তিনি তার শেষ কার্যদিবস পালন করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন।

প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন জানান, মঙ্গলবার ছিল মেয়র সেলিনা হায়াত আইভীর শেষ কর্মদিবস। তিনি দুপুরে মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কৌশল বিনিময় করেন।

এর আগে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র আইভীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের আরও ৪ নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

জানা গেছে, ২০১৬ সালের ২২ ডিসেম্বরের নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি কর্পোরেশনের প্রথম সভা হয়। সেক্ষেত্রে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতো বর্তমান জনপ্রতিনিধিদের।

মেয়াদ শেষ হওয়ার আগে, চলতি বছরের ১১ অগাস্ট  থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

ফলে নির্বাচন কমিশন আগামী ১৬ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষনা দেয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০২১ সালের ১৫ ডিসেম্বর (বুধবার)।

২০ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন বাছাই এবং ২৭ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন প্রত্যাহারের শেষদিন নির্ধারণ করা হয়েছে। আর ভোট গ্রহণ হবে ২০২২ সালের ১৬ জানুয়ারী (রবিবার)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close