নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতিসিদ্ধিরগঞ্জ

৭ং ওয়ার্ডে জনগণের সমর্থন কাউন্সিলর প্রার্থী সজুর দিকে

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন,সকল ওয়ার্ড জুড়েই বইছে নির্বাচনী হাওয়া ।  নির্বাচনে প্রার্থীদের এবার জয় পরাজয়ের বড় নিয়ামক হবে তরুণ ভোটার। পুরাতন ভোটারের সাথে এবার বিপুল সংখ্যক নতুন ভোটার যুক্ত হচ্ছে উন্নয়নকেই প্রাধান্য দিচ্ছেন নতুন ভোটাররা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ং ওয়ার্ডে বারবার নির্বাচিত কাউন্সিলর আলী হোসেন আলা কিছুদিন পূর্বে মারা যান ।  তার মৃত্যুর পর নতুন রাজনৈতিক সমীকরণ তৈরী হচ্ছে। এই ওয়ার্ডে একাধিক তরুণ প্রার্থী প্রতিদ্বন্দীতা করবে বলে প্রচার-প্রচারণা চালাচ্ছে । কিন্তু তরুণদের নিজের পক্ষে আনাই প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সচেতন মহল।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক হাজী তানজিম কবির সজিব (সজু)  প্রদ্বিন্দীতা করছেন। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও স্থানীয় সমাজসেবক আলহাজ্ব হুমায়ন কবিরের পুত্র। সিদ্ধিরগেঞ্জ ইউনিয়ন ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে হাজী তানজিম কবির সজিব (সজু) দীর্ঘসময় ধরেই ৭ং ওয়ার্ডে বিভিন্ন সামাজিক উন্নয়ণমূলক কাজে সক্রিয় ছিলেন । ৭ং ওয়ার্ডের জনগণের আশা হাজী তানজিম কবির সজিব (সজু) কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন।  একই ওয়ার্ডে তরুন একাধিক প্রার্থী হওয়ায় সচেতন মহল মনে করেন নির্বাচনে তরুণ ভোটাররা প্রার্থীদের জয়-পরাজয়ের বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। তবে এক্ষেত্রে এগিয়ে আছেন হাজী তানজিম কবির সজিব (সজু) , কারণ তার আর্থিক সমৃদ্ধি থাকায় কাউন্সিলর হয়ে অর্থনৈতিক ফায়দা না নিয়ে জনগণের কল্যান নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হবে বলে মনে করেন অত্র এলাকাবাসী ।

নাসিক ৭নং ওয়ার্ডে সিটি নির্বাচনে  কাউন্সিলর  প্রার্থী হাজী তানজিম কবির সজিব (সজু) জানান,আমি জনগণের ইচ্ছায় এবং দোয়ায় নির্বাচনে অংশ নিবো। জয়-পরাজয় যাইহোক  আমি ওয়ার্ড বাসীর কল্যানে সব সময়ই কাজ করেছি এবং ভবিষ্যতেও ওয়ার্ড বাসীর কল্যানে সব সময় কাজ করে যাবো। আমি অচিরেই ওয়ার্ডবাসীর কাছে আমার নির্বাচনী প্রতিক নিয়ে পরিবর্তন ও উন্নয়ণের বার্তা নিয়ে যাবো ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close