নারায়ণগঞ্জসারাদেশসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জের মিজমিজি থেকে আলতাফ শিকদার (৭৫) নামে এক বাক প্রতিবন্ধী নিখোঁজ
নিখোঁজ বিজ্ঞপ্তিঃ আলতাফ শিকদার (৭৫) বাক প্রতিবন্ধী সিদ্ধিরগঞ্জের মিজমিজি আল-আমিন নগর এলাকার ছেলের বাসা থেকে ১৮-১১-২০২১ বৃহস্পতিবার বের হয়ে আর ফিরে আসেন নি ।
নিখোঁজের সময় পরনে ছিলো লুঙ্গী ও কালো গেঞ্জি এবং শরীরে ছিলো সবুজ রং এর গামছা । মুখে সাদা দাড়ি এবং মাথায় টাক। উনাকে কেউ দেখে বা পেয়ে থাকলে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে ।
এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, জিডি নং-৯২০ (১৯/১১/২১) বেতার বার্তা নং ২৩৫ । যোগাযোগঃ হারুন শিকদার (ছেলে) 01924349785