নারায়ণগঞ্জনির্বাচনী হালচাল

তৃতীয় পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় : শামীম ওসমান

৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের আশঙ্কা আসছে নির্বাচনে কোন লাশের রাজনীতি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি বলেছেন, ‘তৃতীয় পক্ষ যারা হতে পারে খন্দকার মোশতাকের বংশধর, উগ্র মৌলবাদী কিংবা তাদের লোকজন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। যেহেতু নির্বাচনী একটি বড় এলাকা আমার। সেখানে একটি ক্ষেত্র প্রস্তুত করে লাশের রাজনীতি করে জাতীয় ইস্যু বানাবে। আর এ কাজটি করছেন তৃতীয় পক্ষ যারা নির্বাচনে সম্পৃক্ত না। আমাদের প্রধানমন্ত্রী জাতির কন্যার একটাই স্লোগান যার যার ভোট তিনি দিবেন। এখানে কোন অনিয়ম সহ্য করা হবে না।

তিনি আরো বলেন, কিছু কিছু বক্তব্য আমাদের ভাবমূর্তি বিনষ্ট করছে। এসকল হাইব্রিড বক্তব্যের কারণে আমরা এমন কোন কর্মকান্ড হতে দিব না যেখানে আমার দল ও জাতির জনকের কন্যার ভাবমূর্তি নষ্ট হয়। ২০০১ সালের ১৬ জুন বোমা হামলার মতই এবারো আগামীতে কিছু নির্বাচন আসছে যেখানে কোন শক্তি বৈতরণী পার হতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তারা চেষ্টা করবে আমরা যাতে প্রশ্নবিদ্ধ হই। আমরা চাই শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আমাদের প্রশাসন যথেষ্ট সজাগ। তারা এ ধরনের কিছু করতে দিবে না

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close