নারায়ণগঞ্জনির্বাচনী হালচাল

ফজর আলীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার

 আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সহ সভাপতি ফজর আলীকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণu সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। চিঠিতে তারা জানান, ফজর আলী গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তাকে মনোনয়ন দেয়নি। তারপরও দলীয় শৃংখলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর (নৌকা) বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন তিনি। তাই গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক ফজর আলীকে দল থেকে বহিস্কার করা হলো। বহিষ্কারাদেশ অনুমোদনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close