নারায়ণগঞ্জ
কাউন্সিলর আলা’র মৃত্যুতে সানী প্রধানের শোক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন আলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেসার্স সানি এন্টারপ্রাইজ ও হাসমত আলী ম্যানশন এর স্বত্বাধিকারী মো: আমীর হামজা সানী প্রধান।
গতকাল বুধবার (২৭ অক্টোবর) এক শোক বার্তায় সানী প্রধান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে ২৩ অক্টোবর ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় কাউন্সিলর আলাকে। শুরুতে আইসিউতে রাখা হলেও পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তিনি মারা যান।