নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পালিত হচ্ছে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ

USAID এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সুখী জীবন প্রকল্পের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২১ অক্টোবর – ২৭ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত ‘কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ’ পালন করছে সিরাক- বাংলাদেশ কর্তৃক নিযুক্ত ভলান্টিয়ার পিয়ার লিডাররা (ভিপিএল) ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) কৈশোর-বান্ধব সেবাকেন্দ্রটি ব্যানার এবং ফেস্টুন দিয়ে সাজানোর মাধ্যমে তারা উক্ত সপ্তাহের সূচনা করেন। পরবর্তীতে একটি র‍্যালির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ সুখী জীবন প্রকল্প লীডার মোঃ মাহাবুব সরকার, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভলান্টিয়ার পিয়ার লিডার সনু ইসলাম এবং শাহিদা খাতুন। র‍্যালি আয়োজনে সহায়তা করেছেন ভিপিএলদের সহযোগী ভলান্টিয়ার পিয়ার টীম। এছাড়াও র‍্যালিতে স্থানীয় কিশোর-কিশোরী ও তরুণরা অংশগ্রহণ করেছে।

কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে কিশোর-কিশোরীদের প্রদানকৃত শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত সেবাসমূহের প্রচার ও প্রসারের লক্ষ্যে উক্ত সেবাকেন্দ্র ও চারপাশের এলাকায় মাইকিং এর মাধ্যমে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপনের প্রচারণা করা হয়েছে। ১০-১৯ বছর বয়সীদের সেবা গ্রহণে আগ্রহী করে তোলা এবং তরুণ ও সেবা প্রদানকারীদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে কৈশোর-বান্ধব সেবার মান উন্নয়ন করার লক্ষ্যে পালিত হচ্ছে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close