সিদ্ধিরগঞ্জ
ভিপি বাদলের সুস্থতা কামনায় শ্রমিকনেতা আশরাফ উদ্দিনের উদ্যোগে দোয়া
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি মো: আশরাফ উদ্দিনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : রবিবার (০৩ অক্টোবর) বাদ মাগরিব নাসিক ৬নং ওয়ার্ডের দারুস সালাম প্রি ক্যাডেট হিফজুল কোরআন মাদরাসায় দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠানে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের ত্যাগী নেতা আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল ও তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।দোয়া অনুষ্ঠান পূর্ব বক্তব্যে শ্রমিক নেতা আশরাফ উদ্দিন ভিপি বাদলের সুস্থ্যতা কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ্যতা দান করেন সেই কামনা করেন। এছাড়াও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আধুনিক নারায়ণগঞ্জের রূপকার জননেতা একেএম শামীম ওসমান ও নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতির জন্যও দোয়া প্রার্থনা করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সভাপতি ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিন,নারায়ণগঞ্জ জেলা সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি হুমায়ুন কবির, ট্যাংকলরি মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বাচ্চু মিয়া,বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,কোষাধ্যক্ষ মন্ডল মো: মহিউদ্দিন সানী, প্রচার সম্পাদক এ.আর.মহসিন,মো: মাসুম, বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা মো: সাইফুদ্দীন, মিশকাত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো:আল-আমিন, রুহুল আমিন রনি, মনোয়ার হোসেন মুন্না, হাবিবুর রহমান ইফতি প্রমুখ।