নারায়ণগঞ্জফতুল্লা

ফতুল্লার জামতলায় সড়ক দূর্ঘটনা

ফতুল্লার জামতলায় সড়ক দূর্ঘটনায় সবুজ আহমেদ (২৭) নামক এক মোটর সাইকেল আরোহীর মত্যু হয়েছে।

বুধবার( ২৯ সেপ্টেম্বর) সন্ধায় ফতুল্লার জামতলা ব্রাদার্স সড়কে(এমপি গলির সামনে) এ দূর্ঘটনা ঘটে।
মৃত সবুজ আহমেদ ময়মনসিংহর কোতায়ালী থানার চর দড়ি কুষ্টিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ভোলাইল গেউদ্দার বাজার জুয়েলারী ব্যবসা করতেন ও ফতুল্লার পূর্ব গোপালনগরের আজাদ হোসেনর বাসায় ভাড়ায় বসবাস করতেন।
নিহতর স্ত্রী জানাতুল ফেরদৌস জানান, আমার স্বামী (সবুজ আহমদ) শহরের কালীরবাজার থেকে নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান ভোলাইল গেউদ্দারবাজারের উদ্দেশ্য মোটরসাইকেলযোগ রওনা দিয়েছিলো। পথিমধ্য জামতলা এলাকায় সড়ক দূর্ঘটনায় সবুজ আহমেদ মারা যায়। তবে কিভাবে সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি।অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহন করা হবে। কিভাবে দূর্ঘটনা হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close