আন্তর্জাতিকবিজ্ঞান

ইস-রায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার উন্নতির জন্য দেশটিকে ১০০ কোটি মার্কিন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এ-সংক্রান্ত একটি বিল গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। তবে দুদিন আগেও বিলটি বাতিলের দাবি জানিয়েছিলেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির বেশির ভাগ উদারপন্থী আইনপ্রণেতা।

 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস-রায়েলকে বিশাল পরিমাণ সামরিক সহায়তা দেওয়ার প্রশ্নে তোলা বিলের ওপর বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়। এর পক্ষে ৪২০ জন আর বিপক্ষে ৯ জন আইনপ্রণেতা ভোট দেন।

বিপক্ষে ভোট দেওয়া আইনপ্রণেতাদের মধ্যে আটজন ডেমোক্র্যাট ও একজন রিপাবলিকান। এখন বিলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। সেখানে ভোটাভুটির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিলটি সেখানেও পাস হবে বলে ধারণা করা হচ্ছে।

গত মে মাসে ইস-রায়েল ও ফিলি-স্তিনের হামা-সের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। সেই সংঘাতে ইস-রায়েলের বিদ্যমান আয়রন ডোম প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে ফিলি-স্তিনের গাজা থেকে ছোড়া অনেক রকেট ইস-রায়েলের ভূখণ্ডে গিয়ে আঘাত হানে। এর পর থেকেই ইস-রায়েলের সর্বাধুনিক এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সঙ্গে পশ্চিমা দেশগুলোর মধ্যে শঙ্কা জাগে ইস-রায়েলের নিরাপত্তা নিয়ে। এরপরই ঘনিষ্ঠ মিত্র ইস-রায়েলের পাশে এসে দাঁড়াল যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close