নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর
মানব কল্যাণ পরিষদের ২০ বছর পূর্তিতে উদ্যোক্তা উন্নয়ন ও সমবায় ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জের চৌরঙ্গী পার্কের ফ্লোটিং রেস্টুরেন্টে দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও সমবায় ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টারঃ মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা ইমরান হাবীব।
প্রশিক্ষকরা সকলকে আলোকিত মানুষ হিসেবে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে আহ্বান জানান। আরও উপস্থিত ছিলেন জাতীয় লেখক কল্যাণ পরিষদের সভানেত্রী আয়শা আক্তার, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন, মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, অর্থ সচিব সাইফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সচিব শাহাদাত হোসেন তৌহিদ ও শিক্ষা বিষয়ক সচিব ফাহমিদা হক প্রমুখ। কর্মশালায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সহযোগি অধ্যাপক ড. ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জোহরা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শাহরিয়ার রেজা, জেলা তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী অ্যাডজুটেন্ট মোঃ সেলিম রেজা।