আইন ও অধিকারজেলা/উপজেলাসারাদেশ

এএসপি পদে পদোন্নতি পাওয়ায় মুহাম্মদ সরাফত উল্লাহ কে আশরাফ উদ্দিনের অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি:সিদ্ধিরগঞ্জ থানার সাবেক ওসি মুহাম্মদ সরাফত উল্লাহ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। মুহাম্মদ সরাফত উল্লাহ সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৭৫৩ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সংগ্রামী সভাপতি ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক মো: আশরাফ উদ্দিন। গণমাধ্যমকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আশরাফ উদ্দিন সদ্য পদোন্নতি পাওয়া মুহাম্মদ সরাফত উল্লাহর আরও অগ্রগতি কামনা সহ মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।উল্লেখ্য, সরাফত উল্লাহ ঢাকার উত্তরায় ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত রয়েছেন।
গতকাল সোমবার (২৪ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশের অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের ১৮ জন পুলিশ ইন্সপেক্টরকে বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।পদোন্নতির পর তাদের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকরা দীর্ঘদিন ধরে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে অফিসার ইনচার্জ ও সম-পদমর্যাদায় বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। মুহাম্মদ সরাফত উল্লাহ বলেন, আমাকে পদোন্নতি দেয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। সকলের দোয়া কামনা করছি আরও ভাল কাজ করার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close