জেলা/উপজেলানারায়ণগঞ্জসারাদেশসিদ্ধিরগঞ্জ

প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থদের মাঝে নারায়ণগঞ্জ জেলা সমিতির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক প্রকৌশলী লায়ন মোঃ ইউসুফ আলী মাসুদ এর ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ মে) বাদ আসর সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বার্মাইস্টান এলাকায় তার নিজ অফিস কার্যালয়ে ১০০শত অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- ঈদের পাঞ্জাবি, ১কেজি পোলাওর চাল, দুই রকমের সেমাই, ১কেজি চিনি, ১কেজি দুধ, তেলসহ অন্যান্য পণ্য।

ঈদ সামগ্রী বিতরণকালে প্রকৌশলী ইউসুফ আলী মাসুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি মামার নির্দেশে আমরা গণ মানুষের জন্য কাজ করে চলেছি। করোনার প্রথম পর্যায় অর্থাৎ গত বছরও আমি ওয়ার্ডের অসহায়দের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।করোনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের পাশে আছি। করোনায় আক্রান্ত ও শ্বাসকষ্টজনিত রোগীকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছি। আমার এ কার্যক্রম চলমান থাকবে। তবে এ সেবা শুধু নিজ এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের যেখানেই করোনা আক্রান্ত হয়ে সিরিয়াস রোগীর সন্ধান পাব, সেখানেই আমি অক্সিজেনের এ সিলিন্ডার পৌঁছে দেব।

তিনি আরোও বলেন, যতদিন দেশে করোনা ভাইরাস প্রাদূভাব থাকবে, ততদিন তিনি এভাবেই অসহায়দের পাশে থেকে সহযোগিতা করে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close