আইন ও অধিকারজেলা/উপজেলাসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মাদক সম্রাট টাইগার ফারুক আটক; এলাকায় স্বস্তি, মিষ্টি বিতরণ

সিদ্ধিরগঞ্জে মাদক সম্রাট টাইগার ফারুক আটক, এলাকায় স্বস্তি, মিষ্টি বিতরণ

বিশেষ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক সম্রাট কথিত যুবলীগ কর্মী টাইগার ফারুক ওরফে চিকনা ফারুককে আটক করেছে পুলিশ।গতকাল রোববার সকালে মিজমিজি টিসি রোড এলাকায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে হাজতে রাখা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আটক টাইগার ফারুক সাবেক আদমজী জুট মিলের শ্রমিক দলের সহ-সভাপতি আবু সাইদের বড় ছেলে। এদিকে টাইগার ফারুককে ছাড়িয়ে আনতে থানায় ছুটে যায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু ও লোহা চোর মোটা কবির। এবং বিশেষ পেশার কয়েকজন। তারা দিনভর নানাভাবে দেনদরবার চালায়। এক পর্যায়ে বিশেষ পেশার দুইজন টাইগার ফারুকের সাথে থানা হাজতে দেখা করে এবং পানি ও খাবার পৌছে দেয় তারা। এক পর্যায়ে এই চারজন নিরাশ হয়ে ফিরে আসে থানা থেকে। পরে ইফতারের পর আবার থানায় যায় চাঁদাবাজ রাজু, পরিহবহন চাঁদাবাজ লেতুর সামাদ বেপারী, লোহা চোর কবির ও বিশেষ একজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রোববার রাত ৯টা ১৫ মিনিট) তারা মাদক সম্রাট টাইগার ফারুকের জন্য তদবির চালাচ্ছিল। ওদিকে টাইগার ফারুকের আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। ইফতারের পর ১নং ওয়ার্ডে মিস্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছে এলাকাবাসী। বিপুল সংখ্যক নারী-পুরুষ ঝাড়ু নিয়ে টাইগার ফারুকের শাস্তি দাবীতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ১নং ওয়ার্ডে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। এলাকাবাসীর অভিযোগ, টাইগার ফারুকের একটি বিশাল মাদক সিন্ডিকেট রয়েছে। সে ১নং ওয়ার্ডে যুবলীগের অফিস বানিয়ে নিজেকে যুবলীগ কর্মী পরিচয় দিয়ে আসছে দীর্ঘ দিন ধরে। ওই কার্যালয়টি রাতের বেলা মুলত মাদক বিক্রি ও সেবনের কাজে ব্যবহার হয়। আর পুলিশী ঝামেলা হলে মাদক তার সহযোগি মাদক বিক্রেতারা সেখানে আশ্রয় নেয়। মজার বিষয় যুবলীগের কথিত কার্যালয় হলেও কার্যালয়ের দরজায় লেখা রয়েছে ‘আকাশ এন্টারপ্রাইজ ও এ কে এন্টারপ্রাইজ। এই কার্যালয় থেকে টাইগার ফারুক সমস্ত অপকর্ম পরিচালনা করে আসছে। টাইগার ফারুক তার বাহিনী মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ এমন কোন অপকর্ম নেই যা করে না। এছাড়াও টাইগার ফারুক গড়ে তুলেছে বিশাল এক মাদকের সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মাদক নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদীসহ এর আশপাশের এলাকায় সরবারহ করে আসছে। টাইগার ফারুকের সিন্ডিকেটের বেশ কয়েকজন মাদকসহ গ্রেপ্তার হলেও টাইগার ফারুক ছিল ধরাছোঁয়ার বাইরে। শেষ পর্যন্ত আটক হওয়ায় এলাকাবাসী আইনশৃংখলাবাহিনীকে সাধুবাদ জানায়।টাইগার ফারুকের পালিত সন্ত্রাসীরা এলাকায় কোনো মুরুব্বি মানে না। অনেক বয়স্ক লোক তাদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে লাঞ্ছিত হয়েছেন।এলাকাবাসীর দাবি টাইগার ফারুকের বিরুদ্ধে এমন শাস্তির ব্যবস্থা করা হউক যা দেখে আর কেউ যেনো এমন অপকর্ম ও অপরাধ সাম্রাজ্য ও বাহিনী গড়ে না তুলে।এছাড়াও এলাকাবাসী ফারুকের আরো যেসব সহযোগী রয়েছে কিশোরগ্যাং লিডার, চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম ও র‍্যাব-১১ এর হস্তক্ষেপ কামনা করেছেন।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম-বার টাইগার ফারুককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে হাজতে রাখা হয়েছে।উল্লেখ্য, এর আগে টাইগার ফারুক বাহিনীর ১০ সদস্য আইশৃংখলা বাহিনীর পৃথক পৃথক অভিযানে বিশাল পরিমান মাদকের চালান নিয়ে গ্রেফতার হয়েছিলো।

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close