জেলা/উপজেলানারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

চেম্বার অব কমার্স’র নব নির্বাচিত পরিচালক অয়ন ওসমানকে আশরাফ উদ্দীনের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালনা পর্ষদ ২০২১-২০২৩ এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন তরুন ব্যবসায়ী জে এন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমতিনান ওসমান অয়ন। সোমবার নির্বাচন বোর্ডের সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২১-২০২৩ ইং মেয়াদের নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে নির্বাচন বোর্ড এই পদ নির্বাচিত ঘোষনা করেন।

চেম্বার অব কমার্স’র পরিচালক নির্বাচিত হওয়ায় আধুনিক নারায়ণগঞ্জের স্বপ্নদ্রষ্টা নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের সুযোগ্য পুত্র তারুণ্যের অহংকার ইমতিনান অয়ন ওসমানকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার সম্পাদক আশরাফ উদ্দীন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালনা পর্ষদ ২০২১-২০২৩ নব নির্বাচিত কমিটি তাদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং ব্যবসায়ী ও উদ্যোগতাদের পাশে থেকে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, এই পরিচালনা পর্ষদ ২০২১-২০২৩ এর নির্বাচনে প্রার্থীতা না থাকায় শেখ হায়দার খান কাজলকে সভাপতি, মোঃ মোরশেদ সারোয়ারকে সিনিয়র সহ সভাপতি এবং আমিনুর রশিদকে সহ সভাপতি পদে নির্বাচিত ঘোষনা করা হয়। এছাড়া জেনারেল পরিচালক গ্রুপে ১০ দশ জনকে, এসোসিয়েট গ্রুপের ৬ জনকে ও ট্রেড গ্রুপের একজনকে নির্বাচিত ঘোষনা করেন।

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close