ঢাকা বিভাগনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতিসারাদেশ

না’গঞ্জ জেলা কমিটি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ’র বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
স্বাধীনতা বিরোধী, মৌলবাদী ও জামাত-বিএনপি চক্রের ধ্বংসাত্মক তান্ডবলীলা এবং হরতালের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ চাষাঢ়া গোল চত্তর হতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মৌলবাদীদের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ যুব লীগ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল কাদ’র এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিসে সংক্ষিপ্ত আলোচনা শেষে পুনরায় কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করে। মিছিলে নেতা-কর্মীবৃন্দ শ্লোগান তুলে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। শেখ হাসিনা’র কিছু হলে জ¦লবে আগুন ঘরে ঘরে ইত্যাদি শ্লোগানে মুজিব সেনারা রাস্তায় নেমে আসে হরতালের প্রতিবাদে। স্বাধীনতার শক্ররা হুশিয়ার সাবধান!

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, যুব শ্রমিক লীগ’র সাংগঠনিক সম্পাদক গাজী লিটন, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ জেলা কমিটির সভাপতি নুর আলম আকন্দ, নারায়ণগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, সহ-সভাপতি সোলেইমান হোসেন রনি, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জহির তালুকদার, ফতুল্লা থানা আহবায়ক আরিফ হোসেন, সদস্য সচিব গোলাম রাব্বানী, মির্জা ইসকেনদার, মেহেদী আহমেদ সহ থানা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় আবদুল কাদের বলেন, জামাত-বিএনপি নৈরাজ্য অরাজকতার সৃষ্টি করে দেশকে ধ্বংসাত্মক মুখে ঠেলে দেওয়ার যে পায়তারা করছে তা কখনও বাস্তবায়ন হতে দেয়া যাবেনা। এবং তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান রাজ পথে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে।

এছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close