আইন ও অধিকারসিলেট বিভাগ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৮টি চোরাই গরু ১টি গাড়ি উদ্ধার আটক ৪

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার:
শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউপির লামুয়া গ্রামের মৃত ছাত্তার মিয়া’র পুত্র হারিছ মিয়া (৪৫) গত মঙ্গলবার (১৬ মার্চ) তার বাড়ির গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবীরের নেতৃত্বে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ আলমগীর ও এ এস আই সরোয়ার হোসেন সহ গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৭ মার্চ) উপজেলার ভুনবীর চৌমুহনা এলাকা থেকে গরু চুরিতে ব্যবহৃত প্রাইভেট কার যার নাম্বার (চট্টগ্রাম-মেট্রো-ক-০২-২৫২৭) সহ উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের শেখ হায়দার আলীর পুত্র আনোয়ার হোসেন (৩০), লামুয়া গ্রামের মৃত মছদ্দর আলী’র পুত্র সাদ্দাম মিয়া (২০) ও মাইজদিহি পাহাড়ের আজিদ মিয়া’র পুত্র দেলোয়ার মিয়া (২২) কে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানার পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের গরু চোর সর্দার দরুদ মিয়া’র ভাই রউফ মিয়া’র বাড়ির গোয়াল ঘরে বাদির চুরিকৃত গরুগুলো রয়েছে। রাতে রউফ মিয়া’র বাড়ি এবং আরও একাধিক বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ৮টি গরু উদ্ধার করে। অভিযানকালে দরুদ মিয়া’র বাড়ি থেকে কুলাউড়া উপজেলার শিবির রোড জয়পাশা এলাকার মোশারফ হোসেন’র পুত্র আশরাফ হোসেন রনি (২৮) কেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আশরাফ হোসেন আন্তঃজেলা গাড়ি চোর চক্রের অন্যতম সদস্য বলে আজ দুপুরে শ্রীমঙ্গল থানায় এক প্রেস বিফিং-এ জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবীর। প্রেস বিফিংকালে শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন এস আই আলমগীর, এ এস আই সারোয়ার সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close