ঢাকা বিভাগনারায়ণগঞ্জফতুল্লা

না’গঞ্জ ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা রাসেলের তান্ডব!

ফতুল্লা সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিবেশীর বাড়িতে তান্ডব চালিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল বাহিনী। এসময় তারা প্রতিবেশী রহমানের দোকানপাট লুট করে ভাঙচুর চালায়। রাসেল বাহিনীর হামলায় রহমান ও তার স্ত্রীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় রহমান বাদী হয়ে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেছেন।

রোববার (১৪ মার্চ) দুপুরে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল ও তার বাহিনী এ ঘটনা ঘটায়।

অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, রহমানের পরিবারের সাথে রাসেলের পরিবারের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার দুপুরে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আব্দুর রহমানের বাড়িতে হামলা চালায়। এসময় রহমানের বাড়ির সামনে থাকা একটি মুদি দোকান ঘর ভাঙ্গচুর ও লুটপাট করে।

ক্ষতিগ্রস্থদের দাবী, দোকানে থাকা ২ লাখ টাকার মালামাল ও বাসা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় রাসেল বাহিনী। এসময় তাদের বাধা দেয়ায় গৃহকর্তা রহমান, স্ত্রী রেহানা বেগম, ছেলে রানা, মাসুদ, মাহিমকে মারধর করে আহত করে।

এ ঘটনায় রহমান বাদী হয়ে রাতে গোল মোহাম্মদ’র ছেলে রাসেল মাহমুদ (২৮), শিয়ন (২০), আজগর সরদারের ছেলে গোল মোহাম্মদ (৬৮), হানিফ (৩৮), হারুন, (৪৫) সহ অজ্ঞাত নামা ২০-২৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে রাসেল। এলাকায় মাদক ব্যবসা, জমিদখল ও এমনকি চাঁদাবাজিও করছে এই বাহিনী।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযোগের পরে পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সরকার ঘটনাস্থলে গিয়েছেন। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখানে কোন রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close