জেলা/উপজেলাসিদ্ধিরগঞ্জ

কাউন্সিলর রুহুুুল আমিন মোল্লার ৪৮তম জন্মদিন আজ

আহসানুল হাবিব সোহাগ, স্টাফ রিপোর্টার: ০৫ই মার্চ। নারায়ণগঞ্জ জেলা সমিতি কর্তৃক নির্বাচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শ্রেষ্ঠ কাউন্সিলর রুহুুুল আমিন মোল্লার ৪৮তম জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনেই শীতলক্ষ্যা বিধৌত প্রাচ্যের ড্যান্ডিতে গোদনাইল ধনকুন্ডা গ্রামে পিতা হাজী মো: হেলাল উদ্দিন মোল্লা এবং মাতা জাহানারা বেগমের ঘর আলোকিত করেন। পিতা হেলাল উদ্দিন ও মাতা জাহানারা বেগমের পাঁচ সন্তানের মধ্যে রুহুুুল আমিন মোল্লা দ্বিতীয়। তিনি ছাত্রজীবন শুরু করেন ধনকুন্ডা স্কুল থেকে। এরপরে গোদনাইল উচ্চ বিদ্যালয়, আইইটি সরকারি উচ্চ বিদ্যালয় ও তোলারাম কলেজে পড়ালেখা করেন। ব্যক্তি জীবনে কাউন্সিলর রুহুুুল আমিন মোল্লা সদা হাস্যোজ্জল একজন মানুষ। সবসময় মানুষকে ভালবাসেন এবং আপন মনে বুকে টেনে নেন। তিনি পরপর দুই মেয়াদে নাসিক ৮নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ২০১১ সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর নির্বাচনী ওয়ার্ডে সকলের কাছেই তিনি ব্যাপক জনপ্রিয় ও পছন্দের মানুষ হিসেবে স্থান পেয়েছেন। এদিকে জন্মদিনের দিনটিকে ঘিরে তার ভক্ত, অনুসারী ও শুভাকাঙ্খীদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জন্মদিনের প্রথম প্রহরে কাউন্সিলর রুহুুুল আমিনকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অসংখ্য শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব ও নেতৃবৃন্দ।

পাঠক নন্দিত অনলাইন নিউজ পোর্টাল ‘বজ্রধ্বনি’ সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদ, বজ্রধ্বনি স্টাফ রিপোর্টার, দৈনিক আনন্দবাজার পত্রিকার সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক আহসানুল হাবিব সোহাগ সহ পুরো বজ্রধ্বনি নিউজ পরিবার তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় বজ্রধ্বনি সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদ ও স্টাফ রিপোর্টার আহসানুল হাবিব সোহাগ বলেন- ‘জন্মদিনের আজকের এই দিনের উছিলায় মহান আল্লাহ পাক রাব্বুল আল-আমীন এ সমাজ সেবককে হেফাজত করুন। আমরা তার সার্বিক সফলতা, সুস্থতা ও মঙ্গল কামনা করি। শুভ জন্মদিন।’

নিজের ৪৮তম জন্মদিনে সকলের কাছে দোয়া চেয়েছেন রুহুুুল আমিন মোল্লা। জীবনে বাকি আর যতদিন বেঁচে থাকেন সেটা যেন সম্মানের সঙ্গে হয় এবং মানুষের উপকারে যেন আসে সেই কামনা করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close