জাতীয়ঢাকাঢাকা বিভাগবিভাগসারাদেশ

সায়েদাবাদে পরিবহন দখল নিয়ে দিনভর উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-লাকসাম পথে চলাচলকারী তিশা ট্রান্সপোর্ট এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেড পরিবহন দখলে নিতে প্রভাবশালী মহলের ইন্ধনে আজ রবিবার ৪০-৫০ জন বহিরাগত সন্ত্রাসী সায়দাবাদ অবস্থান নিয়ে পরিবহনটির লাইনম্যানকে মারধর এবং ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। আজ রবিবার সকালে সায়েদাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে দশটার দিকে শফিক, আব্বাস এবং গনির নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিবহনটির লাইনম্যান শান্ত কে ডেকে নিয়ে প্রচণ্ড মারধর করে এবং পরিবহন স্পট থেকে চলে যেতে বলে। খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় তিশা ট্রান্সপোর্ট এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের ম্যানেজার কাওসার সরকার যাত্রাবাড়ী থানায় শফিক ,আব্বাস, গনীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। হামলার ব্যাপারে তিশা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের ডিএমডি রায়হান জামিল রিপন বলেন, হামলাকারীরা সাধারণ মালিকদের দীর্ঘদিন ধরে ভয়-ভীতি দেখিয়ে আসছে। আবারও তারা এ পরিবহন দখলের চেষ্টা করে। এ গ্রুপটি বর্তমান সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর সুনাম নষ্ট করছে। হামলার ব্যাপারে আসামি অভিযুক্ত আব্বাস মিয়া সাংবাদিকদের বলেন, ‘তিশা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেড পরিবহনের ডিএমডি রায়হান জামিল রিপন দখল করে রেখেছে। আমরা চাঁদাবাজদের কবল থেকে বাসমালিকদের মুক্ত করতে এসেছিলাম।’ সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close