জাতীয়জেলা/উপজেলাঢাকা বিভাগবিভাগলেখা-পড়াসারাদেশ

তাড়াইল আবারও শীর্ষে রাউতি মাদরাসা

এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি:

প্রতি বছরের ন্যায় এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি গ্রামে অবস্থিত আবিদ বিন আব্দুল হামিদ কওমি মাদরাসা ও এতিমখানা । সদ্য প্রকাশিত নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর অধিনে তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফলে সারাদেশ মধ্যে শীর্ষে জায়গা করে নেয় তাড়াইল উপজেলার এ প্রতিষ্ঠানটি। এবছরের তৃতীয় শ্রেণি সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়। এর মধ্যে ছয়জন বোর্ডের মেধা তালিকায় স্থান পাওয়ার কৃতিত্ব অর্জন করে। জানা যায়, সারা দেশের ৩ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ মেধা তালিকায় স্থান পায় ২০ তম পর্যন্ত। এর মধ্যে আবিদ বিন আব্দুল হামিদ কওমি মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ একজন, ১১তম দুইজন, ১৪ তম একজন ও ২০ তম স্থান পায় দুইজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close