জেলা/উপজেলাসারাদেশ

নওগাঁয় ২ লাখ ৩২ হাজার জাল টাকা উদ্ধার, গ্রেফতার ১

নওগাঁয় ২ লাখ ৩২ হাজার ৬০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় শাহিন হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাতে নওগাঁ শহরের মেরিগোল্ডপাড়ার আশরাফের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গোপিনাথপুর গ্রামের নাসিরের ছেলে।

বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃত শাহীন শহরের মেরিগোল্ডপাড়ায় আশরাফের বাড়িতে ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২ লাখ ৩২ হাজার ৬০০ টাকার জাল নোট ও একটি কম্পিউটার, একটি স্ক্যানার মেশিন, একটি প্রিন্টার ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডলে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, ডিআইওয়ান মোসলেম উদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর দৈনিক ইত্তেফাকের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close