জাতীয়ঢাকাঢাকা বিভাগস্বাস্থ্য বার্তা

গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ১২ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩০ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২১ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৪৫ এবং ঢাকার বাইরে ২৭০ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬ জন মারা গেছে।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ৪৫৮ জন। এরমধ্যে ঢাকায় ২১২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২৪৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close